কন্যাশ্রী প্রকল্পে এবার সেরা শিরোপা পেতে চলছে আলিপুরদুয়ার। আগামী ১৪ আগস্ট কলকাতায় এই পুরস্কার তুলে দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
কন্যাশ্রী প্রকল্পে ভালো কাজের নিরিখে রাজ্যের ২৬ টি জেলার মধ্যে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে আলিপুরদুয়ার। আর এই খবর ছড়িয়ে পড়তেই জেলার প্রশাসনিক আধিকারিকদের মধ্যে খুশির হাওয়া।
এই কথা জানিয়েছেন আলিপুরদুয়ার জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা।
তিনি বলেন, ‘রাজ্যের ২৬টি জেলার মধ্যে কন্যাশ্রী প্রকল্পে চারটি জেলাকে বেছে নেওয়া হয়েছে।সেই চার জেলার সঙ্গে বেছে নেওয়া হয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদকে। ওই চারটি জেলার মধ্যে আছে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পং। তালিকায় একটি মহকুমা পরিষদ হিসাবে বেছে নেওয়া হয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদকে’।
জেলাশাসক সুরেন্দ্রনাথ মিনা বলেন, ‘কন্যাশ্রীতে ভালো কাজের বিচারে আলিপুরদুয়ার জেলার পয়েন্ট ৯৯.৮২। আলিপুরদুয়ার জেলার পরেই রয়েছে কালিম্পংয়ের জেলা। কালিম্পঙের পয়েন্ট ৯৯.৮১,কোচবিহারের পয়েন্ট ৯৯.৩৬। দার্জিলিংয়ের পয়েন্ট ৯৯.৬৬। শিলিগুড়ি মহকুমা পরিষদের পয়েন্ট ৯৯.১৯।
প্রসঙ্গত, অষ্ঠম শ্রেণি থেকে ছাত্রীরা কন্যাশ্রী-১ প্রকল্প থেকে বছরে ১০০০ টাকা করে পায়। এরপর ১৮ বছর বয়স হওয়ার পর তাঁরা কন্যাশ্রী-২ প্রকল্পে চলে যায়। সেখানে তাঁরা ২৫ হাজার টাকা করে পাবে। কন্যাশ্রী প্রকল্পে জেলায় এই ভালো কাজের জন্য জেলাশাসক সংশ্লিষ্ঠ প্রকল্পের জেলা আধিকারিক, পড়ুয়া ও শিক্ষক মহলকে অভিনন্দন জানিয়েছেন।