এবার ভিডিয়ো ফাঁস করে বিজেপি শাসিত ত্রিপুরায় নজরদারির অভিযোগ তুললেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। গত কয়েকদিন তিনি ছিলেন ত্রিপুরায়। একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে দেখা করার পাশাপাশি, তিনি দলীয় কর্মসূচীতেও অংশ নিয়েছেন। শনিবার সকালেই সোশ্যাল মিডিয়ায় তিনি ত্রিপুরার একটি ভিডিয়ো পোস্ট করেছেন। তাঁর অভিযোগ ক্রমাগত বাইক নিয়ে তাঁকে ফলো করা হয়েছে।
এর আগে অভিষেক বন্দোপাধ্যায়ও তাঁর সফরে অভিযোগ করেছিলেন ‘বাইক বাহিনীর’ বিরুদ্ধে। বিভিন্ন জায়গায় বাইক বাহিনী মানুষকে ভয় দেখাচ্ছে বলে অভিযোগ ছিল তাঁর। এদিন কুণালও একই সুরে অভিযোগ আনলেন। টুইটে তিনি লিখেছেন, ‘ত্রিপুরায় যতক্ষণ ছিলাম, যেখানেই যাই, একটু দূরত্ব রেখে অনুসরণ করে গেল বাইকবাহিনী। ওখানে গ্রামে তাণ্ডবের কথা শুনেছি। শহরেও নজরদারি। পিছনে থাকছে। ফোনে জানাচ্ছে কাউকে। আমার পেছনে এত সময় দেওয়ার জন্য ছেলেগুলির কত কষ্ট হল। আহা রে! ধন্যবাদ বিজেপি। আবার যাব ত্রিপুরায়।’