সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়েই উনিশের লোকসভা নির্বাচনের আগে প্রচারে ঝড় তুলেছিল গেরুয়া শিবির। বিরোধী শিবিরের নেতা-নেত্রীদের আক্রমণ থেকে শুরু করে জনগণকে প্রভাবিত করার চেষ্টা— সবক্ষেত্রেই এখনও দলের আইটি সেলকেই এগিয়ে দেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। কিন্তু এবার সেই আইটি সেলের বিচরণ ক্ষেত্র সোশ্যাল মিডিয়াকে ‘বেলাগাম ঘোড়া’ বলে বসলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এর রাশ টানা দরকার বলেও দাবি করেছেন তিনি। শুধু তাই নয়, অমিত মালব্যর নেতৃত্বাধীন বিজেপি আইটি সেলকে প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন যোগী। সেই সঙ্গে দলীয় কর্মীদেরও তিনি সতর্ক করেছেন সোশ্যাল মিডিয়ার ফাঁদে পা না দিতে।
শুক্রবার সোশ্যাল মিডিয়ার ওপরে ক্ষোভ উগরে দিয়ে যোগী বলেন, ‘প্রিন্ট ও ভিস্যুয়াল মিডিয়াগুলির নিয়ন্ত্রণ রয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ওসব নেই। যদি আপনি সতর্ক থাকতে না পারেন তাহলে মিডিয়া ট্রায়ালের টপিক হয়ে উঠতে হবে। তাই এই বেলাগাম ঘোড়াটাকে নিয়ন্ত্রণ করা দরকার।’ প্রসঙ্গত, গত এপ্রিল-মে মাসে দেশের যে ক’টি রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ের সবচেয়ে ভয়াবহ ছবি দেখা গিয়েছিল তার মধ্যে অন্যতম ছিল উত্তরপ্রদেশ। হাসপাতালে অক্সিজেন ও বেডের হাহাকার কিংবা নদীতে ভেসে যাওয়া মৃতের সারির ছবি আতঙ্কিত করেছিল দেশবাসীকে। সেই সময় খোদ বিজেপিরই বহু নেতা যোগী সরকারকে কাঠগড়ায় তোলেন সংক্রমণ সামলাতে ব্যর্থ হওয়ার জন্য। এতেও যে বেজায় চটেছেন যোগী তা পরিষ্কার হয়ে গিয়েছে তাঁর মন্তব্যে। যোগীর কথায়, ‘আমাদের নিজেদের লোকরাই এমন প্রভাবিত হয়ে পড়লেন যে তাঁরা বিরোধীদের মোমবাতি মিছিলে অংশ নিয়ে ফেলেন।’