গতকাল রাজীব খেলরত্ন পুরস্কারের নাম বদলে মেজর জেনারেল ধ্যানচাঁদের নামে করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার এই ঘোষণার পর নেটিজেনদের দাবি, – ‘গুজরাতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নামও দেওয়া হোক ক্রীড়াবিদের নামে’। গতকাল খেলরত্নের সঙ্গে ধ্যানচাঁদ জুড়তেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নামবদলের দাবি উঠল। প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান শ্লেষের সুরে টুইট করেছেন, – ‘দারুণ পদক্ষেপ। খেলোয়াড়রা স্বীকৃতি পাচ্ছেন। তাঁদের নামে পুরস্কারের নামকরণ হচ্ছে। আশা করি আরও অনেক কিছু ঘটবে ক্রীড়াক্ষেত্রে। ভবিষ্যতে যেন ক্রীড়া স্টেডিয়াম খেলোয়াড়ের নামেই নামকরণ করা হয়।’
২০১৯ সালে অরুণ জেটলির নামে করা হয়েছে। সেই প্রসঙ্গও টেনে এনেছেন ধ্রুব। তাঁর টুইট, – ‘রাজীব গান্ধী খেলরত্ন হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন। আশা করছি, নরেন্দ্র মোদী স্টেডিয়াম ও জেটলি স্টেডিয়ামেরও নামবদল হবে। সমস্ত রাজনীতিবিদদের নাম সরিয়ে দেওয়া হোক।’
গুজরাতের বিরোধী দলনেতা শঙ্করসিং বাঘেলা লিখেছেন, – ‘রাজীব গান্ধী খেলরত্ন থেকে মেজর ধ্যানচাঁদ পুরস্কার করেছেন নরেন্দ্র মোদী। আমি অনুরোধ করছি, – ‘নরেন্দ্র মোদী স্টেডিয়ামের আগের নাম সর্দার পটেল ফিরিয়ে দেওয়া হোক।’ নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নামকরণ ক্রীড়াবিদের নামে করা উচিত বলে দাবি করেছে নেটিজেনদের একাংশও।