ফের ভারতের পদক সংখ্যা বাড়ালেন বজরং পুনিয়া। টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতলেন ভারতীয় কুস্তিগির। কাজাখস্তানের দাউলেত নিয়াজবেকোভকে হারিয়ে দেন তিনি। ৮-০ ব্যবধানে জয় পেলেন বজরং। ব্রোঞ্জ জয়ের ম্যাচে বিপক্ষকে দাঁড়াতেই দিলেন না বজরং।
একের পর এক পয়েন্ট তুলে নেন তিনি। সহজেই জয় পেলেন ভারতীয় কুস্তিগির। ২০১৮ সালে কমনওয়েলথে সোনা জিতেছিলেন তিনি। সেই বছর এশিয়ান গেমসেও সোনা জেতেন। এ বার অলিম্পিক্স পদকও তাঁর ঝুলিতে।