গত বৃহস্পতিবারের প্রবল বৃষ্টিতে জলমগ্ন হাওড়া গ্রামীণের একাধিক অঞ্চল। বিশেষ করে ক্ষতি হয়েছে উদয়নারায়ণপুর ও আমতার বিভিন্ন ব্লক। এরই মধ্যে শুক্রবার রাত থেকে ডিভিসির ছাড়া জলে আরও ভয়াবহ চেহারা নিয়েছে পরিস্থিতি। হেক্টরের পর হেক্টর চাষের জমি জলের তলায়, নষ্ট ফসল। বাড়ি ঘর ছেড়ে ত্রাণ শিবির কিংবা রাস্তায় দিন কাটছে মানুষের। এই পরিস্থিতিতে উদয়নারায়ণপুরের মানুষের কাছে সাহায্য নিয়ে হাজির মন্ত্রী অরূপ রায়।
এদিন উদয়নারায়ণপুরের বন্যা পরিস্থিতি দেখতে ভবানীপুর ঘোষপাড়ায় যান রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। পরিস্থিতি খতিয়ে দেখে দুর্গতদের নিজের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন মন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ভাস্কর ভট্টাচার্য, স্থানীয় বিধায়ক সমীর পাঁজা, উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা। এদিন হাওড়া জেলার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন অরূপ রায়। তিনি জানিয়েছেন বন্যা বিধ্বস্ত গোটা হাওড়া, বিশেষ করে এই জেলার গ্রামীণ অংশে ক্ষতি হয়েছে বেশি। বন্যা কবলিত হাওড়া জেলার পুনর্গঠনের জন্য সমবায় দফতরের পক্ষ থেকে আড়াই কোটি টাকা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।