বম্বে হাইকোর্ট খারিজ করল রাজ কুন্দ্রা ও রায়ান থর্পের পিটিশন। পর্ণোগ্রাফি কান্ডে গ্রেফতার হওয়ার পরই রাজ কুন্দ্রা বম্বে হাইকোর্টে পিটিশন ফাইল করেন, তার গ্রেফতারি অবৈধ। এই বিষয়ে বম্বে হাইকোর্ট দুপক্ষের সওয়াল জবাব শুনেই শনিবার সকালে খারিজ করে সেই পিটিশন। আপাতত জেলেই থাকছেন রাজ।
পর্নোগ্রাফি ব়্যাকেটের মাস্টারমাইন্ড অভিযোগে গত ১৯শে জুলাই ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। শনিবার সরকারি আইনজীবী জানান, রাজ একজন ব্রিটিশ নাগরিক এবং প্রভাবশালী ব্যক্তি তাই প্রভাব খাটিয়ে প্রমান নষ্ট করে ফেলতে পারেন। তিনি আরও বলেন, আগেই রাজ একবার প্রমাণ মুছে ফেলার চেষ্টা করেছেন।
এদিন সরকারী আইনজীবী কোর্টকে জানান, তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজের জেল হেফাজতে থাকা খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই শুক্রবার নিজের বয়ান রেকর্ড করেছেন শার্লিন চোপড়া। মুম্বই সেশন কোর্টে রাজ কুন্দ্রা ও রায়ান থর্পের জামিনের আগামী শুনানি হবে ১০ই অগাস্ট।
পাশাপাশি তিনি কোর্টের কাছে অভিযোগ জানান, রাজ তদন্তে কোনো সাহায্য করছেন না এমনকি 41(A) নোটিসও গ্রহণ করেননি তিনি। ইতিমধ্যেই রাজ কুন্দ্রা ও রায়ান থর্পের ল্যাপটপ থেকে প্রায় ৬৮টি অ্যাডল্ট সিনেমা উদ্ধার করেছে তদন্তকারী সংস্থা। এছাড়াও স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক থেকে উদ্ধার করেছে ৫১টি ফিল্ম।