ত্রিপুরা সফরে গিয়ে বিজেপি কর্মীদের হামলার মুখে পড়তে হয়েছিল তাঁকে। আর এবার ত্রিপুরায় আক্রান্ত হন তৃণমূলের যুব নেতা দেবাংশু-সুদীপ রাহারা। এ নিয়েই তীব্র নিন্দায় ফেটে পড়লেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর তোপ, ‘ত্রিপুরায় বিপ্লব দেব সরকারের গুণ্ডারাজের স্বরূপ সামনে চলে এসেছে।’
অভিষেক যুবনেতাদের গাড়ির কাচ ভাঙার ছবি টুইটারে শেয়ার করে লিখেছেন, ‘বিজেপির গুণ্ডারা এবার নিজেদের রূপ দেখাচ্ছে। বিপ্লব দেব সরকারের অধীনে ত্রিপুরায় গুন্ডারাজ চলছে, তা আজকেই প্রমাণিত হল। এই ধরনের আক্রমণ আসলে অমানবিকতাই তুলে ধরে। যা করার করে নিন। তৃণমূল এক ইঞ্চিও জায়গা ছাড়বে না।’
একের পর এক হামলায় বিপ্লব দেব সরকারের বর্বরতা আরও প্রকট হয়ে উঠছে বলেও টুইটে লিখেছেন অভিষেক। উল্লেখ্য, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা সফরে গেলে গত সপ্তাহে তাঁর গাড়ির কনভয়ের ওপরও হামলা হয়। এরপরে আজ ফের একবার দলের যুবনেতাদের ওপর হামলায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন অভিষেক। একইসঙ্গে জানান, একের পর এক আক্রমণ আসলে তৃণমূলকে আরও শক্ত করছে।
প্রসঙ্গত, এদিন আমবাসা যাওয়ার পথে এক দল বিজেপি সমর্থিত দুষ্কৃতী তাদের উপর চড়াও হয়। ইট পাথর ছোঁড়া হয় তাঁদের দিকে, গাড়ির কাচ ভেঙে দেওয়া হয় দেবাংশু সুদীপদের। অভিযোগ বাঁশ, রড দিয়ে তাঁদের আক্রমণ করা হয়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন তৃণমূল যুব নেতা সুদীপ রাহা। সুদীপকে রাস্তায় লুটিয়ে পড়তে দেখা যায়। আক্রান্ত হয়েছেন দেবাংশুও।