অংশীদারিত্বের শর্ত ক্ষুণ্ণ করা হবে বলে আগেই দাবি করেছিল অ্যামাজন। শুক্রবার সুপ্রিম কোর্ট রায় দিল, আড়াই লক্ষ কোটি টাকার বেশি দামে ফিউচার গ্রুপের খুচরো বিক্রির দোকানগুলি কিনে নেওয়ার জন্য যে চুক্তি করেছিল রিলায়্যান্স, ওই চুক্তি কার্যকর করা যাবে না। এর আগে সিঙ্গাপুরের আরবিট্রেশান কোর্টও ওই চুক্তির বিপক্ষে রায় দেয়। এদিন সুপ্রিম কোর্টও সেই রায় বহাল রেখেছে।
ফিউচার গ্রুপের অংশীদার অ্যামাজন দাবি করে, ফিউচার গ্রুপ যদি খুচরো দোকানগুলি রিলায়্যান্সকে বেচে দেয়, তাহলে অংশীদারিত্বের শর্ত ক্ষুণ্ণ করা হবে। অন্যদিকে ফিউচার গ্রুপ দাবি করে, তারা বেআইনি কিছু করেনি। ২০২০ সালের অক্টোবরে সিঙ্গাপুরের এমার্জেন্সি আরবিট্রেটর কোর্ট আদেশ দেয়, ফিউচার রিটেল আর রিলায়েন্স রিটেল একসঙ্গে যুক্ত করা যাবে না। সুপ্রিম কোর্ট এদিন জানাল, সিঙ্গাপুরের ওই আদালতের রায় আইনসম্মত। সিঙ্গাপুরের কোর্ট অবশ্য এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।
প্রসঙ্গত, অ্যামাজনের মালিক হলেন বিশ্বের ধনীতম ব্যক্তিদের অন্যতম জেফ বেজোস। রিলায়্যান্সের মালিক হলেন এশিয়ার ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানি। দু’জনের আইনি লড়াইয়ে আপাতত এগিয়ে রইলেন জেফ বেজোস। ভারতের বিপুল খুচরো বাজারের জন্য মুকেশ আম্বানির রিলায়েন্সের সঙ্গে লড়াই চলছে দুই আমেরিকান সংস্থা অ্যামাজন ও ফ্লিপকার্টের।
অ্যামাজন জানিয়েছে, তারা ভারতে বিনিয়োগ করবে ৬৫০ কোটি ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৪৮ হাজার কোটি টাকার বেশি। উল্লেখ্য, ২০১৯ সালে ফিউচার গ্রুপের শেয়ার কেনে অ্যামাজন। তারা ফিউচার কুপনস লিমিটেডের ৪৯ শতাংশ অংশীদার হয়। ফিউচার রিটেলসের ৯.৮২ শতাংশ শেয়ারের মালিক ফিউচার কুপনস। ফিউচার হল ভারতের দ্বিতীয় বৃহত্তম খুচরো ব্যবসায়ী। দেশ জুড়ে তার দোকানের সংখ্যা ১৭০০-র বেশি।