শুক্রবার রাজীব খেল রত্ন সম্মানের নাম বদল করার পরই নিজের নামের স্টেডিয়াম নিয়ে নেটমাধ্যমে প্রবল সমালোচনার মুখে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালেই রাজীব গাঁধীর নামের জায়গায় মেজর ধ্যানচাঁদের নামে খেলরত্ন পুরষ্কার দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। মোদীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছিলেন নেটাগরিকরা। খেলাধুলো সংক্রান্ত কোনও পুরস্কারে রাজনৈতিক ব্যাক্তির নাম থাকা উচিত নয়, এমনটাই মনে করেন তাঁরা।
পাশাপাশি এরপরেই আসরে নামেন বিরোধী দলের সদস্যরা। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নাম নিয়ে সরব হন তাঁরা। সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়াতেও। প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান লেখেন, “এটা খুব ভাল সিদ্ধান্ত। তবে আশা করি ভবিষ্যতে স্টেডিয়ামের নাম খেলোয়াড়দের নামে করা হবে।”