উপনির্বাচন নিয়ে ফের তাড়া দিতে শুক্রবার নির্বাচন কমিশনে গেল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য ও জাভেদ খান। গতমাসের পর এমাসে ফের নির্বাচন কমিশনে গেল তৃণমূল।
এদিন কমিশনের অফিসে দাঁড়িয়ে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘আমাদের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছিল দিল্লীতে। অবিলম্বে ভোট চাওয়া হয়েছিল। আজ আমরা দেখা করলাম আবার। এই বার্তা দিতে, যে ৩ মাস হয়ে গেলেও এখনও রাজ্যবাসীর কাছে নির্বাচন নিয়ে কাজ কতদূর এগোল, তা জানানো হল না৷ আমরা জানতে চেয়েছি।’
পার্থর অভিযোগ, ‘যখন করোনা উচ্চশিখরে ছিল, তখন ৮ দফার ভোটে আমরা দফা কমাতে বলেছিলাম। এখন করোনা আমাদের রাজ্যে কমে এসেছে। আক্রান্তের শতাংশ কমে এসেছে। এই অবস্থায় করোনা বিধি মেনেই ভোট করানো হোক।’
পার্থ জানান, ‘সিইও জানাচ্ছেন কিছু অগ্রগতি হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন সজাগ হচ্ছে না৷ যারা গণতন্ত্র রক্ষার কথা বলছেন, তারা ঢিলেমি করছেন৷ কমিশন যেন প্রভাবিত না হন, সেটাই আমরা বলেছি৷’ প্রসঙ্গত, রাজ্যের ৫ কেন্দ্রে উপনির্বাচন ও ২ কেন্দ্রে ভোট এখনও হয়নি।