গত ১৯ জুলাই সংসদে বাদল অধিবেশন শুরুর আগেরদিনই সামনে চলে আসে পেগাসাস কাণ্ড। ফলে বাদল অধিবেশনের প্রথম দিন থেকেই এই ইস্যুতে উত্তাল লোকসভা ও রাজ্যসভা। বিরোধীদের হই-হট্টগোলের জেরে কার্যত অচল হয়ে আছে সংসদের দুই কক্ষই। তবে যে পেগাসাস ইস্যু নিয়ে এত কিছু, সেই বিতর্কিত বিষয় নিয়ে সংসদে অন্তত এখন কোনও আলোচনাই নয় বলেই জানিয়ে দিল কেন্দ্রের মোদী সরকার। কিন্তু কেন? কেন্দ্রের দাবি, সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই পেগাসাস নিয়ে মামলা চলছে। কোনও বিচারাধীন বিষয় নিয়ে তাই আলোচনা হবে না সংসদে। যদিও বিরোধীরা তা মানতে নারাজ। তাঁরা নিজেদের পুরোনো দাবিতেই অটল রয়েছেন।
এদিন সংসদের অধিবেশনের শুরুর পর থেকেই ফের পেগাসাস নিয়ে আলোচনার দাবিতে সরব হয় বিরোধীরা। পরিস্থিতি দেখে সংসদের দুই অধিবেশনই সোমবার পর্যন্ত মুলতুবি হয়ে যায়। বিরোধীদের অভিযোগ, সত্য সামনে চলে আসার ভয়েই পেগাসাস নিয়ে আলোচনা চাইছেন না নরেন্দ্র মোদী, অমিত শাহরা। এদিকে, ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে পেগাসাস মামলা গৃহীত হয়েছে। শুনানি হবে আগামী মঙ্গলবার। শীর্ষ আদালত বিষয়টির গুরুত্ব স্বীকার করেই বলেছে, ‘এই অভিযোগ অত্যন্ত গুরুতর। এর সত্য সামনে আসবেই। আমরা যদিও জানি না সত্যাসত্য ঠিক কী, তবে অভিযোগ সত্যি হলে অপরাধীর নামও সামনে আসবে।’ শীর্ষ আদালতের পক্ষ থেকে নয় জন মামলাকারীর আইনজীবীকেই সরাসরি সরকারের কাছে পিটিশন জমা দিতেও বলা হয়েছে।