চলতি বছরে স্নাতক পাশ করা পড়ুয়ারা পারবেন না চাকরির ইন্টারভিউয়ে যোগ দিতে। শুনতে অবাক লাগলেও সম্প্রতি এমনই একটি বিজ্ঞাপনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর সম্প্রতি ওই বিজ্ঞাপনটি দিয়েছে এইচডিএফসি ব্যাঙ্কের মাদুরাই শাখা। আর তাই নিয়েই দেখা দিয়েছে তুমুল বিতর্ক। শেষপর্যন্ত পরিস্থিতি সামাল দিতে বক্তব্য রাখতে হয়েছে ব্যাঙ্কের মুখপাত্রকেও। প্রসঙ্গত, করোনার প্রকোপে গত দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ স্কুল-কলেজ। প্রভূত সমস্যায় পড়তে হয়েছে পড়ুয়াদের। অনলাইন ক্লাসের মতো পড়াশোনার নতুন সিস্টেমের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি পরীক্ষা, অ্যাডমিশন কিংবা চাকরি পাওয়া নিয়েও তাঁদের বেশ বিব্রত হতে হচ্ছে। ২০২০ এবং ২০২১ এই দুই বছরে পড়ুয়ারা ঠিকমতো শিক্ষালাভ করতে পেরেছে কি না, সেই নিয়েও অনেকেই সন্দেহ প্রকাশ করেছে। এই পরিস্থিতিতেই এইচডিএফসি ব্যাঙ্কের চাকরির ওই বিজ্ঞাপন আরও বিতর্ক বাড়িয়েছে।
বিজ্ঞাপনটিতে গত ৩রা আগস্ট সকাল ১০টায় তামিলনাড়ুর মাদুরাইয়ে এইচডিএফসি ব্যাঙ্কের শাখায় ওয়াক ইন ইন্টারভিউয়ের কথা বলা হয়েছিল। সেখানে ইন্টারভিউয়ের স্থান এবং পরবর্তীতে কাজের জায়গার কথা জানানো হয়েছিল। শুধু তাই নয়, শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমার কথাও উল্লেখ করা হয়েছিল। কিন্তু এর নিচেই লেখা ছিল, “২০২১ সালে যাঁরা স্নাতক হয়েছেন, তাঁরা ইন্টারভিউয়ের জন্য যোগ্য নন।” এই বিজ্ঞাপনটি দেখার পরই দেশজুড়ে শোরগোল পড়ে যায়। অনেকেই ব্যাঙ্ক কর্তৃপক্ষের সমালোচনায় মুখর হন। শেষপর্যন্ত পরিস্থিতি সামাল দিত আসরে নামে এইচডিএফসি ব্যাঙ্ক। সংস্থার মুখপাত্র জানান, বিজ্ঞাপনে ওই শর্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষ রাখেনি। আসলে ওটি ভুল করে ছাপা হয়েছে। অনিচ্ছাকৃত ত্রুটির জন্য ক্ষমাও চান তিনি। এরপরই আরও একটি বিজ্ঞাপণে ব্যাংক কর্তৃপক্ষ সেই ভুল শুধরে নেয়। তিনি আরও জানান, ওই ইন্টারভিউয়ে এমন অনেক প্রার্থীই এসেছিলেন, যাঁরা কিনা ২০২১ সালে স্নাতক হয়েছে। শুধু তাই নয়, তাঁদের ইন্টারভিউ যথেষ্ট গুরুত্ব দিয়ে নেওয়া হয়েছে। যদিও তাতেও এই নিয়ে বিতর্ক অব্যাহত।