দূরপাল্লার বাসে যাত্রীদের জন্য আকর্ষণীয় পরিষেবা চালু করছে পরিবহণ দফতর। আগামীকাল থেকেই নতুন পরিষেবা চালু হচ্ছে। যা একেবারে ভোল বদলে দেবে ভলভো বাসের, দাবি পরিবহন দফতরের।
পরিবহণ দফতর সূত্রের খবর, এবার থেকে দূরপাল্লার বাসে যাত্রীদের জন্য ফুড কর্নার থাকবে। সেখানে বিস্কুট ও আরও নানা ধরনের স্ন্যাক্স রাখা থাকবে। ইচ্ছে হলেই তা কিনে ফুড কর্নারে বসে সময় কাটাতে পারবেন যাত্রীরা।
এছাড়া দূরপাল্লার বাসে থাকবে একটি করে নিউজ পেপার রুমও। সেখানে বাংলা, ইংরেজি এবং হিন্দি তিন রকমের খবরের কাগজ রাখা থাকবে যাত্রীদের জন্য। বাসের মধ্যে ফ্রি-তে জলের বোতল তুলে দেওয়া হবে যাত্রীদের হাতে। ৫০০ এমএলের জলের বোতল পাবেন যাত্রীরা। তবে এর চেয়ে বেশি জল নিতে হলে তা দাম দিয়ে কিনতে হবে।
সূত্রের খবর, আগামীকাল এসপ্ল্যানেড থেকে বোলপুর হয়ে সিউরি যাওয়ার যে এসি ভলভো বাস ছাড়বে তাতে পরীক্ষামূলক ভাবে এই পরিষেবা দেওয়া হবে। আগামী দিনে সব রুটের দূরপাল্লার বাসেই থাকবে এই বিশেষ পরিষেবা। বোলপুর, দিঘা, মায়াপুর, বকখালির মতো পর্যটন কেন্দ্রে দূরপাল্লার বাস চালায় পশ্চিমবঙ্গের পরিবহণ দফতর।
দূরের এই বাস জার্নি যাত্রীদের জন্য আরও আরামদায়ক করতেই এই পদক্ষেপ করা হচ্ছে, জানিয়েছেন, ডব্লিউবিটিসি-র এমডি রাজনবীর সিং কাপুর। সূত্র মারফত জানা গেছে, আগামী দিনে দূরপাল্লার বাসের মধ্যে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা দেওয়ার কথাও ভাবা হয়েছে। তাতে দীর্ঘ যাত্রায় ইন্টারনেট ব্যবহার করতে পারবেন যাত্রীরা।