দিনভর রাজ্যজুড়ে ঘটে চলেছে নানা ঘটনা-দুর্ঘটনা। দুঃসংবাদ পিছু ছাড়ছে না। কোথাও খুন-ধর্ষণ, তো কোথাও আবার লুঠপাটের মতো অপরাধ। কোথাও আবার চলছে টিকা-চাকরি সহ অন্যান্য দাবিদাওয়া নিয়ে বিক্ষোভ। সঙ্গে রয়েছে রাজনৈতিক বাকযুদ্ধ। উত্তর ২৪ পরগনা গাইঘাটা ব্লকের চাঁদপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বুধবার সকাল থেকেই লাইন দিয়ে দুপুর পর্যন্ত ভ্যাকসিন মেলেনি সাধারণ মানুষের। এই খবর শুনে চাঁদপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পৌঁছায় গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। বিধায়ককে দেখে ভ্যাকসিনের দাবিতে বিক্ষোভ শুরু করে সাধারণ মানুষ। বিধায়ক ক্ষুব্ধ জনতাকে বোঝানোর চেষ্টা করেন এবং দলমত নির্বিশেষে, আগে আসার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার দাবি তোলেন। পরবর্তীতে সুব্রত ঠাকুর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষকে সহযোগিতা করার আবেদন জানান।
