বুধবার তৃণমূলের নব নির্বাচিত সাংসদ জহর সরকার শপথ নিয়েছেন রাজ্যসভায়। সেই ছবির পাশে শিম্পাঞ্জির ছবি লাগিয়ে কুরুচিপূর্ণ টুইট করলেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়। আর তার জবাব দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। অনির্বাণের ওই ছবি বাছাইকে কুণালের কটাক্ষ, শিম্পাঞ্জির ছবিটা সেলফি মোডে তোলা অনির্বাণেরই। সেই সঙ্গে অনির্বাণকে ‘বানরসেনার একজন’ বলেও তোপ দেগেছেন কুণাল। প্রসঙ্গত, দীনেশ ত্রিবেদী রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরে ওই পদ শূন্য হয়। সেই পদে সদ্যই বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয়েছেন প্রাক্তন আমলা জহর। প্রসার ভারতীর প্রাক্তন প্রধান জহর সোমবার জয়ের শংসাপত্র হাতে পেয়েই দিল্লী যান। বুধবার বাদল অধিবেশনের মধ্যেই ধুতি-পাঞ্জাবি পরে শপথ নেন তিনি।
এরপর বিধানসভা নির্বাচনে বোলপুরে পরাজিত বিজেপি প্রার্থী অনির্বাণ টুইট করেন। জহরের দু’টি ছবি দেন তিনি। একটি শপথগ্রহণের ও অন্যটি রাজ্যসভার নথিতে স্বাক্ষর করার। দু’টি ছবির পাশেই আমলার পোশাকে কাছাকাছি ভঙ্গিতে শিম্পাঞ্জির ছবি দিয়েছেন। কেন এমন পোস্ট তার ব্যাখ্যা না দিয়ে তিনি শুধু লিখেছেন, ‘নবাগত’। দলের সাংসদকে নিয়ে এহেন রুচিহীন পোস্টের জবাবে রসিকতার ভঙ্গিতে আক্রমণ করেছেন কুণাল। লিখেছেন, “অনির্বাণকে ভুল বুঝবেন না। এটা সেল্ফি মোডে তোলার চেষ্টা। দেশের সর্বকালের অন্যতম সেরা আমলার সঙ্গে নিজের ছবি দেওয়ার শখ। রামের বানরসেনার একজন।”