বুধবার সকালে টোকিও থেকে একের পর এক সুখবর আসছে। প্রি-কোয়ার্টার ফাইনালে দুরন্ত প্রদর্শনের পর কোয়ার্টার ফাইনালেও বিপক্ষকে পর্যুদস্ত করে সেমিফাইনালের টিকিট পাকা করলেন ভারতের দুই কুস্তিগীর। রবি কুমার এবং দীপক পুনিয়া দুজনেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন।
দীপক পুনিয়া কুস্তির ৮৬ কেজি বিভাগে চিনা প্রতিপক্ষকে দুরমুশ করে জয় পেয়েছেন। ৬-৩ ব্যবধানে জিতেছেন তিনি। আর রবি কুমার এদিন লড়েন ৫৭ কেজি বিভাগে। তাঁর প্রতিপক্ষ ছিলেন নাইজেরিয়ার ভ্যানগেলভ। চিন হোক বা নাইজেরিয়া, কোনও প্রতিপক্ষকেই এদিন কার্যত দাঁড়াতেই দেননি ভারতীয় কুস্তিগীররা।
তবে পুরুষরা কুস্তিতে দাগ কাটলেও মেয়েদের কুস্তিতে ব্যর্থ হয়েছেন অংশু মালিক। প্রথম রাউন্ডে ভাল প্রদর্শন করতে পারেননি। রবি কুমার এবং দীপক পুনিয়ার এই অসাধারণ প্রদর্শনে তাঁদের উপর ভরসা বাড়ছে দেশবাসীর। পদকের আরও কাছে পৌঁছে গিয়েছেন দুজনেই। তাঁদের হাত ধরে দেশে আরও পদক আসে কিনা সেটাই এখন দেখার।