ঘাটালের প্লাবিত এলাকা পরিদর্শনে গেলেন অভিনেতা-সাংসদ দেব তথা দীপক অধিকারী। নৌকা করে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি। দুর্গতদের সঙ্গে কথা বললেন। পাশে থাকার আশ্বাস দিলেন। মৃতদের হাতে সাহায্যের অর্থ তুলে দিলেন তিনি। বিলি করলেন ত্রাণ সামগ্রী। অভিনেতা-সাংসদ জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না প্রধানমন্ত্রী হবে, ততদিন ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হবে না। ঘাটাল মাস্টার প্ল্যান পাশ করতে হলে, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করতে হবে।
আজ সড়ক পথে প্লাবিত আমতায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা বৃষ্টির বন্যা নয়। এটা জল ছাড়ার বন্যা। ম্যান মেড ফ্লাড। আমি প্রধানমন্ত্রীকে বলেছি। ডিভিসি ইচ্ছেমতো জল ছাড়ছে। এটা কেন্দ্রের ডিভিসি-র খাল সংস্কার না করার ফল। এখনও দেখছেন বাজ পড়ছে। আপনারা সাবধানে থাকুন।’ প্রশাসনের আধিকারীকদের মুখ্যমন্ত্রী পরামর্শ দেন, ‘সাধারণ মানুষের পাশে থাকুন।’ দুর্গত এলাকা পরিদর্শন সেড়ে পরিস্থিতি খারাপ হওয়ায় কলকাতায় ফেরার সদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমি খানাকুলে যাব ভেবেছিলাম। তবে অবস্থা খারাপ।’
বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি। প্রশাসন যে সব রকম ভাবে তাঁদের পাশে রয়েছে, সেই আশ্বাসও দেন তিনি। গোটা এলাকা জলমগ্ন থাকায়, রাস্তায় দাঁড়িয়েই প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আধিকারিকরা কীভাবে উদ্ধার কার্য চালাচ্ছেন, কতজনকে ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়েছে, সমস্ত তথ্য জেনে নেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এখনও দেখছেন বাজ পড়ছে। পরিস্থিতি খারাপ। সাবধানে থাকুন।’