প্রবল বর্ষণের জেরে রাজ্য জুড়ে বন্যা পরিস্থিতি এখনও জটিল। বেশ কিছু জায়গা জলমগ্ন। জলবন্দী বহু মানুষ। চলছে বন্যা দুর্গতদের উদ্ধারকার্য। এই পরিস্থিতিতে রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছিলেন উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা ছিল হেলিকপ্টারে হাওড়া ও হুগলির বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো অস্থায়ী হেলিপ্যাডও তৈরি হয়েছিল খানাকুলে। কিন্তু আবহাওয়ার কারণে আকাশপথে দুই জেলার পরিস্থিতি দেখতে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, সড়ক পথে দুই জেলার পরিস্থিতি দেখতে যাবেন মমতা।
জানা গিয়েছে, সড়ক পথে প্রথমে হাওড়ার উদয়নারায়ণপুর এবং তারপর সেখান থেকে হুগলির খানাকুল যাবেন মুখ্যমন্ত্রী। গতকাল বৃষ্টি না হলেও ডিভিসির জল ছাড়ার কারণে নতুন করে প্লাবিত হয়েছে খানাকুল, আমতা, উদয়নারায়ণপুর, গোঘাটের অনেক এলাকা। এদিন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার ষড়যন্ত্র করে বন্যা পরিস্থিতি তৈরি করেছে বাংলায়। উল্লেখ্য, ২০১৪ সালে পুজোর পর ডিভিসির জল ছাড়া নিয়ে একই অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেবারও ব্যাপক ভাবে প্লাবিত হয়েছিল হাওড়া ও হুগলির বিস্তীর্ণ এলাকা।