রাজ্যের বানভাসি এলাকা ঘুরে দেখার পর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপের মুখে ডিভিসি। রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য সরাসরি কেন্দ্রকে নিশানা করলেন তিনি। ডিভিসি জলাধারের পলি পরিষ্কার করে না, অভিযোগ তুলেছিলেন তিনি। এবার এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী।
বুধবার সকালেই রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে খবরাখবর নিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের তরফে রাজ্যকে সবরকমের আশ্বাস দিয়েছিলেন তিনি। এ দিন সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে ‘ম্যান মেড বন্যা’র অভিযোগ তুলেছেন মমতা। ডিভিসি জলাধারের পলি পরিষ্কার করে না বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। পলি পরিষ্কার করলে ডিভিসির তিনটি জলাধারে অতিরিক্ত দুই লাখ কিউসেক জল ধরত। ফলত অতিরিক্ত জল ছাড়তে হত না। এমনটাই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই জলাধারের সংস্কার চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন তিনি।
অন্যদিকে ডিভিসি-কে চিঠি পাঠিয়েছে রাজ্য সেচ দফতর। জানিয়েছে, আগামী ৩-৪ দিন জল ছাড়া বন্ধ রাখুন। উল্লেখ্য, এ দিনই মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী। বন্যা পরিস্থিতির খোঁজখবর নেওয়ার পাশাপাশি কেন্দ্রের তরফে রাজ্যকে সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন মোদী। নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে, ৫৪ হাজার কিউসেক জল ছাড়ব বলে ডিভিসি দু’ লাখ কিউসেক জল ছেড়েছে বলেও প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ জানান মুখ্যমন্ত্রী।
