মুম্বই বিমানবন্দরের কাছে আদানি গোষ্ঠীর সাইনবোর্ড ভাঙচুরের অভিযোগ উঠেছে শিবসেনার বিরুদ্ধে। তবে দলীয় ক্যাডারদের বিরুদ্ধে ওঠা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানির সংস্থার হোর্ডিং ভাঙচুরের অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা তোপ দেগেছেন শিবসেনা সাংসদ অরবিন্দ সাবন্ত। আদানিদের নিশানা করে সংবাদ সংস্থার কাছে সাবন্ত বলেছেন, এয়ারপোর্টের নাম ছত্রপতি মহারাজ বিমানবন্দর। ওঁরা (আদানি কর্মকর্তারা) ‘আদানি বিমানবন্দর’ লিখেছেন। আপনারা এটা কিনেছেন নাকি? শিবাজি মহারাজ আমাদের দেশের গর্ব। গুন্ডামি করেছে ওরা। ২-৩টে লোক হয়তো আইন মানে না, গুন্ডামি করে।
মহারাষ্ট্রের ক্যাবিনেট মন্ত্রী তথা শিবসেনা নেতা নবাব মালিকও মুম্বই বিমানবন্দরের নাম আদানিদের নামে করার প্রস্তাবের তীব্র বিরোধিতা করে বলেন, এটা মহারাষ্ট্রের মানুষের ভাবাবেগে আঘাত করেছে। এয়ারপোর্ট অথরিটির ভিআইপি গেটের নামও বদলে আদানিদের নামে করা হয়েছে, যা সহ্য করা যায় না। অভিযোগ, শিবসেনা কর্মীরা সোমবার মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম আদানি এয়ারপোর্ট বলে লেখা বোর্ড ভাঙচুর করেছে। রাজ্যের মানুষের মনে আঘাত লাগছে এতে। ভবিষ্যতে সমস্যা এড়াতে ওদের আগাম সতর্কতা নিতে হবে।