দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কিছুদিন আগেই কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। এবার ফের একবার ধাক্কা খেলেন বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পার। পদত্যাগ ছেড়েছেন এখনও ১০ দিন হয়নি। তার মধ্যেই এবার আদালতের নোটিস পেলেন কর্ণাটকের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী। আবাসন দুর্নীতি মামলায় নোটিস পাঠানো হয়েছে ইয়েদুরাপ্পার ছেলে তথা বিজেপির রাজ্য সহ-সভাপতি বিওয়াই বিজেয়ন্দ্র, পরিবারের সদস্য, প্রাক্তন মন্ত্রী এসটি সোমশেখর এবং একজন আইএএস অফিসারকেও।
গত ৮ জুলাই বিশেষ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন টিজে আব্রাহাম নামের এক সমাজকর্মী। সেই আবেদনের ভিত্তিতেই মঙ্গলবার বিচারপতি এস সুনীল দত্ত যাদবের সিঙ্গল বেঞ্চ আবাসন দুর্নীতি মামলায় ইয়েদুরাপ্পার বিরুদ্ধে নোটিস জারি করার নির্দেশ দেন। গত মাসে বিশেষ আদালত যখন ইয়েদুরাপ্পার বিরুদ্ধে ওঠা অভিযোগ সঠিক প্রমাণের অভাবে খারিজ করে দিয়েছিল, সেইসময় কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন তিনি। পাশাপাশি সেইসময় আরেক অভিযুক্ত সোমশেখরও মন্ত্রী ছিলেন। জানা গিয়েছে, বেঙ্গালুরু ডেভেলপমেন্ট অথরিটির একটি আবাসন প্রকল্পের জন্য একজন ঠিকাদারের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।