প্রথম দিন থেকেই এবার উত্তপ্ত সংসদের বাদল অধিবেশন। বিভিন্ন ইস্যুতে সরকারের বিরুদ্ধে সরব বিরোধীরা। বারবার মুলতুবি হয়েছে অধিবেশন। সংসদের ভিতরে-বাইরে বিক্ষোভের আঁচ তুঙ্গে। এই পরিস্থিতিতে বিরোধীদের তোপ দেগেছেন প্রধানমন্ত্রী। বিরোধীরা সংসদ অচল করতে চাইছে। তাঁরা সংসদের অপমান করছেন। অভিযোগ করেছেন নরেন্দ্র মোদী। তাঁর সমস্ত অভিযোগ উড়িয়ে পাল্টা টুইটে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা তথা প্রধান জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন। স্পষ্ট ভাষায় জানালেন বিরোধীদের দাবিদাওয়া।
টুইটে ডেরেক ও’ব্রায়েন লেখেন, ‘বিরোধীরা চায় সংসদ চলুক। কিন্তু সরকার ক্রমাগত বাধা দিচ্ছে’। বিরোধীদের কী দাবি? টুইটে তাও জানান তৃণমূলের রাজ্যসভার সাংসদ। তিনি লেখেন, কৃষি আইন প্রত্যাহার, মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান, আর্থিক মন্দা, পেগাসাস এই সমস্ত ইস্য়ুতে আলোচনা চায় বিরোধীরা।
মঙ্গলবার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে বিরোধীদের বিক্ষোভ নিয়ে নরেন্দ্র মোদী বলেন, ‘এটা সংবিধানের অবমাননা, গণতন্ত্রের অবমাননা এবং সাধারণ মানুষের অবমাননা। বিরোধীরা তাঁদের ব্যবহারে সংসদের উভয় কক্ষকেই অসম্মানিত করেছেন। কেউ কাগজ কেড়ে ছিঁড়ে ফেলছেন, কিন্তু নিজের কৃতকর্মের জন্য তাঁর একটুও লজ্জিত নন’। এই মন্তব্যের দ্বারা তৃণমূল সাংসদ শান্তনু মিত্রকে নিশানা করেন মোদী। পেগাসাস ইস্য়ুতে রাজ্যসভায় বিবৃতি দেওয়ার সময় কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বিষ্ণুর হাত থেকে কাগজ কেড়ে নেন শান্তনু সেন। কাগজ ছিঁড়ে ফেলে দেন। শাস্তি স্বরূপ গোটা বাদল অধিবেশনে তাঁকে বরখাস্ত করেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ড়ু।