বৃহস্পতিবারের টানা বৃষ্টিতে রাজ্যে বন্যা পরিস্থিতি। বিভিন্ন এলাকা এখনও জলমগ্ন। বুধবারই বানভাসি জেলা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার আগেই এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন। রাজ্যের বন্যা পরিস্থিতির খোঁজ নেওয়ার পাশাপাশি বিপর্যয় মোকাবিলায় সাহয্যের আশ্বাস দিয়েছেন তিনি।
এদিন সকালে মমতাকে ফোন করেন মোদী। কিন্তু যান্ত্রিক গোলযোগে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেন মোদীকে। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। ডিভিসি-র জল ছাড়া নিয়ে প্রধানমন্ত্রীকে অভিযোগ করেন মমতা। অন্যদিকে রাজ্যে কোথায় কোথায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, তা জানতে চান মোদী। বিপর্যয় মোকাবিলায় সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি।
তবে ইতিমধ্যে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের দিকে অভিযোগের আঙুল তুলেছেন রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার জন্য বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘কেন্দ্র বাংলাকে ডুবিয়ে মারার পরিকল্পনা করেছে।
এদিকে খারাপ আবহাওয়ার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর সূচিতে পরিবর্তন হয়েছে। হেলিকপ্টারে খানাকুল যাওয়ার কথা থাকলেও সড়কপথেই রওনা দিয়েছেন তিনি। প্রথমে উদ্যনারায়ণ পুর যাবেন মমতা। তারপর সেখান থেকে গাড়িতেই রওনা দেবেন খানাকুলে।