দেশে করোনার দ্বিতীয় ঢেউ এখন আগের তুলনায় অনেকটাই স্তিমিত। তবে তৃতীয় ঢেউ আছড়ে পড়া সময়ের অপেক্ষামাত্র। তবে এরই মধ্যে স্বস্তি দিয়ে আবারও নিম্নমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণ। এবার ফের একবার ৩০ হাজারের ঘরে নামল তা। দৈনিক মৃত্যুর সংখ্যা গতকাল যা ছিল, আজও তাই হয়েছে।
এদিন সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৫৪৯ জন। যা আগের দিনের থেকে অনেকটাই কম। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ১৭ লক্ষ ২৬ হাজার ৫০৭।
অন্যদিকে, ভারতে এখনও অবধি ৪ লক্ষ ২৫ হাজার ১৯৫ জনের প্রাণ কেড়েছে করোনা। ২৪ ঘন্টায় মৃত্যু ৪২২। এদিকে, দেশে এখনও পর্যন্ত মোট ৩ কোটি ৮ লক্ষ ৯৬ হাজার ৩৫৪ জন করোনামুক্ত হয়েছেন। গত একদিনে সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৮৮৭। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ৪ হাজার ৯৫৮।