মঙ্গলবার বিকেলে হলদিয়ার শিল্পতালুকে লাগল বিধ্বংসী আগুন। জানা গিয়েছে, আগুন লাগে, ন্যাপথা ট্যাঙ্কারে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের আটটি ইঞ্জিন। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। তবে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
শোনা গিয়েছে, রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়েই এই আগুন লেগেছে। দাহ্য পদার্থ মজুত থাকায় তা অল্প সময়েই ছড়িয়ে পড়ে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ইঞ্জিনগুলি। তবে আগুনের উৎসস্থলের কাছাকাছি পৌঁছানো তাঁদের পক্ষে সম্ভব হয় না। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা করে চলেছেন দমকলের কর্মীরা।
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিরা। আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা। কিন্তু শিল্পতালুকের অন্দরে অনেক রাসায়নিক আছে বলেই জানা গিয়েছে। যার ফলে দমকলকর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনার কাজটি বেশ কঠিন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবারের ঘটনায় শিল্পতালুকের কর্মী ও স্থানীয় বাসিন্দারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। অনেকে পরিবেশ দূষণ নিয়েও আশঙ্কা করছেন।
শিল্পতালুকের কর্মীরাও তাঁদের সাহায্য করছেন বলে শোনা গিয়েছে। শোনা গিয়েছে, সপ্তাহের দ্বিতীয় দিনে শিল্পতালুকে অনেক কর্মীই কাজ করতে গিয়েছিলেন। অন্যান্য দিনের মতোই পুরোদমে কাজ চলছিল। আগুন লাগার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাইকিং করে কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়। তবে শিল্পতালুকের ভিতরে কেউ আটকে রয়েছেন কিনা, সেবিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।