অতি প্রবল বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মৃত্যু হয়েছে ১৬ জনের। ইতিমধ্যেই মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা প্রশাসনের কাছে এই নির্দেশ গিয়েছে বলে জানা গিয়েছে। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে মৃতদের পরিবারের ক্ষতিপূরণের ঘোষণার পাশাপাশি ওই জেলাগুলিতে বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মন্ত্রীদের দুর্গত এলাকা পরিদর্শনে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি, দুর্গতদের কাছে ত্রাণসামগ্রী দ্রুত পৌঁছে দেওয়ারও নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, অতিবৃষ্টির জেরে প্রবল জলের চাপ সামাল দিতে গিয়ে বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়া হয়েছে। তার ফলে রাজ্যের বেশ কয়েকটি জেলায় বানভাসি অবস্থা। জলে ডুবেছে হুগলির খানাকুল, আরামবাগ, মেদিনীপুরের ঘাটাল, দাসপুর, হাওড়ার উদয়নারায়ণপুর, আমতার মতো এলাকা। বিপদসীমার ওপর দিয়ে বইছে শিলাবতী, দ্বারকেশ্বরী, রূপনারায়ণ, কংসাবতীর জল। যদিও বৃষ্টি থেমেছে। ফলে আর নতুন করে জল বাড়ার সম্ভাবনা নেই বলে মনে করছে নবান্ন। তবে জলাধারগুলি থেকে আরও জল ছাড়ার আশঙ্কা থাকছে। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনার সময় এমন পরিস্থিতি সামাল দিতে জেলার মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশ, মানুষের যাতে ত্রাণের কোনও অভাব না হয়।