প্রকাশ্যে এল উদ্বেগজনক তথ্য। দেশজুড়ে গত জুলাই মাসে চাকরি হারিয়েছেন কমপক্ষে ৩২ লক্ষ বেতনভোগী। করোনার দ্বিতীয় ওয়েভ স্তিমিত হয়ে ধীরে ধীরে অর্থনীতির চাকা ঘুরতে শুরু করেছে। ছন্দে ফিরছে বিভিন্ন ক্ষেত্র। তা সত্ত্বেও এমন পরিস্থিতি যে বেশ আশঙ্কার, তা বলাই বাহুল্য। এমনটাই বলছে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনোমির (সিএমআইই) সর্বশেষ পরিসংখ্যান। জুলাই মাসে ভারতে চাকুরিজীবীর সংখ্যা প্রায় ৭.৬৪ কোটি। জুনে এই সংখ্যাটা ছিল ৭.৯৭ কোটি।
মোট ছাঁটাইয়ের মধ্যে, প্রায় ২৬ লক্ষ হয়েছে শহরাঞ্চলে। এখানে বেতনভোগীদের সংখ্যা জুন মাসে ছিল ৪.৮৭ কোটি। জুলাই মাসে তা ৪.৬১ কোটিতে নেমে এসেছে। এদিকে, ক্ষুদ্র ব্যবসায়ী এবং মজুরিপ্রাপ্ত শ্রমিকের সংখ্যা জুলাইতে বেড়ে দাঁড়িয়েছে ৩.০৪ কোটি। জুনের তুলনায় যা প্রায় ২৪ লক্ষ বেশি। জুলাই মাসে বেড়েছে কৃষিজীবীর সংখ্যাও। মোট ২১.৬ লক্ষ কৃষিজীবী বেড়েছে এক মাসে। অর্থনীতিবিদদের মতে, চাকরির বাজারে পরিকাঠামোগত দুর্বলতাই জুলাই মাসে এত বেশি ছাঁটাইয়ের অন্যতম বড় কারণ।