দ্বাদশের পর এবার প্রকাশিত হল সি বি এস ই’র দশম শ্রেণীর রেজাল্ট। সি বি এস ই’র পড়ুয়ারা cbseresults.nic.in অথবা cbse.gov.in ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট দেখতে পারবেন। এছাড়াও DigiLocker, UMANG app এবং SMS- এর মাধ্যমেও রেজাল্ট জানা যাবে। গত শুক্রবার প্রকাশিত হয়েছে সি বি এস ই’র দ্বাদশ শ্রেণির ফলাফল। অতিমারী পরিস্থিতিতে উত্তীর্ণ হয়েছে ৯৯.৩৭ শতাংশ পড়ুয়া।
দশম শ্রেণীর রেজাল্ট দেখলে গেলে cbseresults.nic.in ওয়েবসাইটে যেতে হবে। হোমপেজে গিয়ে ‘CBSE Class 10th Result 2021’ লিঙ্কে ক্লিক করতে হবে।
নতুন পেজে গিয়ে নাম, রোল নম্বর, জন্ম তারিখ তথ্য দিতে হবে। ‘CBSE Class 10th result 2021’ স্ক্রিনে দেখা যাবে। এবার ডাউনলোড করে প্রিন্টআউট নিয়ে নিতে হবে। দ্বাদশের পর দশমের ফলাফলেও ছেলেদের থেকে বেশি মেয়েরা ভালো রেজাল্ট করেছে। মোট ৯৯.০৪ শতাংশ উত্তীর্ণ। এরমধ্যে ৯৮.৮৯ শতাংশ ছেলে এবং ৯৯.২৪ শতাংশ মেয়ে।