প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার উদ্দেশ্য নিয়ে দিল্লী গিয়েছিলেন বাংলার বিজেপি সাংসদদের। কিন্তু মুখ পুড়ল তাঁদের। দলীয় সাংসদদের সঙ্গেই দেখা করলেন না মোদী। জানানো হল, প্রধানমন্ত্রী ব্যস্ত আছেন।
শেষে মোদীর প্রতিনিধি হিসেবে দেখা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়ার সঙ্গে। ভুয়ো ভ্যাকসিন, ভ্যাকসিন দুর্নীতি এবং নির্বাচন-পরবর্তী অশান্তি নিয়ে নালিশ জানিয়েছেন বঙ্গ বিজেপির সাংসদরা।
এদিকে বিরোধীরা যখন ২০২৪কে সামনে রেখে কোমর বাঁধছে তখন চুপ করে বসে নেই শাসক দল বিজেপিও। আজই দিল্লীতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত হয় সংসদীয় কমিটির বৈঠক। সেখানেই বিজেপি সাংসদদের বিশেষ বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মঙ্গলবার সকালে কনস্টিটিউশন ক্লাবে রাহুল গান্ধীর ডাকে যখন ১৪টি রাজনৈতিক দলের নেতারা সংসদে বিরোধী শিবিরের রণকৌশল তৈরিতে ব্যস্ত ঠিক তখনই সংসদ ভবনে বিজেপির সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকে পৌরহিত্য করেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, দলীয় সাংসদদের তিনি বলেন অধিবেশন ভেস্তে দেওয়ার বিরোধীদের কৌশল বানচাল করতে হবে। সেই জন্য দলের সাংসদদের উপস্থিতি প্রথম জরুরি।