পেগাসাস, কোভিড মোকাবিলা, মূল্যবৃদ্ধির মতো একাধিক ইস্যুতে সংসদের অভ্যন্তরে কেন্দ্রকে নিশানা করে চলেছে বিরোধীরা। তাদের স্লোগান, হই-হট্টগোলে প্রায় প্রত্যেকদিনই তোলপাড় হচ্ছে সংসদের দুই কক্ষই। এই পরিস্থিতিতে সংসদ চালানো কার্যত কঠিন হয়ে পড়ছে। এরই মধ্যে এবার তৃণমূলের পক্ষ থেকে রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডুকে চিঠি দেওয়া হল। জানা গিয়েছে, তৃণমূল সাংসদ শান্তনু সেনের সাসপেনশন তুলে নিতেই চিঠি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রীর হাত থেকে পেগাসাস সংক্রান্ত বিবৃতি কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলার অভিযোগে রাজ্যসভায় সাসপেন্ড করা হয়েছে শান্তনু সেনকে। তৃণমূলের অভিযোগ, সংসদ মুলতুবি হওয়ার পরে শান্তনুকে ডেকে অধিবেশন কক্ষেই গালিগালাজ করেছেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরী। এ নিয়েই গত ৩০ জুলাই রাজ্যসভার চেয়ারম্যানকে তৃণমূলের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। সেখানে এই শাস্তি তুলে নিতে আবেদন করা হয়েছে।
ওই চিঠিতে সম্মতি জানিয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম, সিপিআইএমের রাজ্যসবার সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। এই চিঠির পাশাপাশি ১২ জন সাংসদ—পি চিদম্বরম, বিকাশরঞ্জন ভট্টাচার্য, দিগ্বিজয়সিং, রামগোপাল যাদব, ভাইকো এবং প্রিয়াঙ্কা চতুর্বেদী অবিলম্বে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীকে পদচ্যুত করার পক্ষে সওয়াল করেছেন। তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেনের অভিযোগ, এই কেন্দ্রীয় মন্ত্রী সংসদে তাঁকে গালাগালি করেছেন। এখন দেখার এই চিঠির প্রতিক্রিয়া কি হয়।