এবার তথ্য জানার অধিকার আইন ২০০৫ অনুসারে, বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের শিক্ষাগত যোগ্যতা সর্ম্পকে জানতে চেয়ে আবেদন জমা করলেন কোচবিহারের তৃণমূল কংগ্রেস নেতা আলিজার রহমান। জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) কানাইলাল দে’র কাছে এই আবেদন জানিয়েছেন তিনি। এ বিষয়ে ইতিমধ্যেই সংশ্লিষ্ট আধিকারিকদের খোঁজখবর নেওয়ার নির্দেশ দিচ্ছেন ওই আধিকারিক।
কোচবিহার আইএনটিটিইউসির সাধারণ সম্পাদক আলিজার রহমান রবিবার বলেন, “আমি একজন ভারতীয় নাগরিক। নাগরিক হিসেবে আমি জানতে চাই, আমার জেলার এমপি তিনি যে দলেরই হোন না কেন তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে জনমানসে প্রশ্ন উঠেছে। সেটি জানতে পারলে সেখান থেকেই তাঁর নাগরিকত্ব প্রসঙ্গেও আমরা জানতে পারব। সেই মর্মে তথ্য জানার অধিকার আইন বলে আমি জেলা বিদ্যালয় পরিদর্শককে চিঠি দিয়ে তথ্য জানতে চেয়েছি।”
এবিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) কানাইলাল দে বলেন, “আমরা আলিজার রহমানের আবেদন পেয়েছি। এখনও এ বিষয়ে খোঁজখবর নেওয়া হয়নি। এমপি প্রাথমিক স্কুলের শিক্ষক। তিনি যে সার্কেলের শিক্ষক সেই সার্কেলের বিদ্যালয় পরিদর্শককে ওই আবেদন পাঠিয়ে দেব।” সম্প্রতি নিশীথের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়। তাঁর প্রশ্ন ছিল, বিধানসভা ভোটের প্রার্থী হওয়ার সময়ে নিশীথ প্রামাণিকের জমা দেওয়া হলফনামায় যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, তার সঙ্গে লোকসভার ওয়েবসাইটে দেওয়া শিক্ষাগত যোগ্যতার কোনো সামঞ্জস্য নেই।