ইস্তফা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক উপদেষ্টা অমরজিৎ সিনহা। বিহার ক্যাডারের ১৯৮৩ ব্যাচের অবসরপ্রাপ্ত আইএএস অফিসার তিনি। বিষয়টি নিয়ে সরকারিভাবে কোনও মন্তব্য করা না হলেও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক আধিকারিক ‘হিন্দুস্তান টাইমস’-কে জানিয়েছেন, সোমবার ইস্তফা দিয়েছে অমরজিৎ সিনহা।
গত বছর ২১ ফেব্রুয়ারি কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে অমরজিৎ সিনহা এবং পশ্চিমবঙ্গ ক্যাডারের ১৯৮৩ ব্যাচের আইএএস অফিসার ভাস্কর খুলবেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে হিসেবে নিয়োগ করা হয়েছিল। তাঁদের কার্যকালের মেয়াদ প্রাথমিকভাবে দু’বছর বা পরবর্তী নির্দেশ জারি না করা পর্যন্ত ছিল। কিন্তু দেড় বছর কাটতে না কাটতেই ইস্তফা দিয়েছেন অমরজিৎ।
তবে তাঁর ইস্তফার কারণ স্পষ্ট নয়। বিষয়টি অবসরপ্রাপ্ত আইএএস অফিসারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
বিস্তারিত পরে আসছে…