অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফর ঘিরে উত্তেজনা তুঙ্গে। ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়ার পথে তাঁর গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। গোটা রাস্তায় দফায় দফায় বিক্ষোভের মুখে পড়ে তাঁর গাড়ি। বিভিন্ন জায়গায় পথ আটকানো হয়। লাঠি দিয়ে মারা হয় গাড়ির সামনের কাচে।
এরপর ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে ট্যাগ করে ঘটনার ভিডিও টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেন, ‘বিজেপির শাসনে ত্রিপুরার গণতন্ত্র! রাজ্যকে নয়া উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ বিপ্লব দেব।’
সোমবার সকালে আগরতলা পৌঁছেই ত্রিপুরেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন অভিষেক। পথে একাধিকবার বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। তিন জায়গায় অভিষেককে কালো পতাকা দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। এর মধ্যেই মাথাবাড়ির কাছে তৃণমূলের সাধারণ সম্পাদকের গাড়িতে বিজেপি হামলা চালায় বলে অভিযোগ। লাঠি, বাঁশ নিয়ে গাড়ি লক্ষ্য করে তেড়ে যায় উপস্থিত বিজেপি সমর্থকরা। হামলায় অভিষেকের গাড়ির কাচ ভেঙে গেছে বলে অভিযোগ।
এরপর ত্রিপুরেশ্বরী মন্দিরে পৌঁছলে অভিষেককে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দেন বিজেপি কর্মী-সমর্থকরা। গোটা ঘটনায় ক্ষুব্ধ অভিষেক বিপ্লব দেবকে বিঁধে বলেন, ‘আপনার ‘অতিথি দেব ভব’-র নমুনা দেখলাম’। গোটা ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।