আগরতলায় পৌঁছলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান দলের নেতা-কর্মীরা। তাঁর অভ্যর্থনায় বেজে ওঠে ‘খেলা হবে’ গান। তাঁর সঙ্গে ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক। সেখান থেকে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে রওনা হন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, শনিবারই কের পুজো উপলক্ষে ত্রিপুরার জনগণকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, সোমবার বেলা ১১টা নাগাদ ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে সফর শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০ মাস বাদে বিধানসভা ভোট ত্রিপুরায়। সেইদিকেই টার্গেট করে এই সফর শুরু করছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে আবার আগরতলায় ফিরবেন তিনি। এরপর বিকেল সাড়ে ৩টে নাগাদ সাংবাদিক সম্মেলন করবেন অভিষেক। সাংগঠনিক বিষয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন। অভিষেকের পাশাপাশি আগরতলায় আসছেন বাংলার দুই মন্ত্রী ব্রাত্য বসু, মলয় ঘটক এবং শ্রমিক সংগঠনের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে ত্রিপুরায় রয়েছেন জয়া দত্ত, সুদীপ রাহার মতো-র তৃণমূল ছাত্র পরিষদের তরুণ সদস্যরা। সূত্রের খবর, এদিন সন্ধেবেলাই কলকাতা ফিরে আসবেন অভিষেক। ইতিমধ্যেই ত্রিপুরয়া ভাইরাল হয়েছে ‘ত্রিপুরা কইতাসে মমতাদিদি আইতাসে’ গানটি। গানের তালে তালেই বহু সংখ্যক ছাত্র-যুবদের এদিন অভিষেকের উপস্থিতিতে তৃণমূলে যোগদান কর্মসূচিও রয়েছে বলে খবর।
ইতিমধ্যেই বঙ্গ রাজনীতির স্ট্র্যাটেজিতেই খেলা শুরু হয়েছে ত্রিপুরার মাটিতে। বাংলা বিজয়ের পর ত্রিপুরাতেও ঘাসফুল ফোটানোর দায়িত্বে বঙ্গ ব্রিগেডের হেভিওয়েটরা হাজির বিপ্লব দেবের রাজ্য। ভোট কৌশলী প্রশান্ত কিশোরের সংস্থা আই প্যাকের ঘটনার রেশ বজায় থাকতে থাকতে সোমবার মিশন ত্রিপুরায় দলের সেকেন্ড ইন-কম্যান্ড।