বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ফেসবুকে পোস্ট করে রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করার পরেই একের পর এক প্রতিক্রিয়া তির ছুড়েছেন অ-বিজেপি নেতৃত্বরা। রবিবার বাবুল সুপ্রিয়ের পদত্যাগ প্রসঙ্গে জল্পনা উস্কে দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বললেন, “বাবুলের সঙ্গে আমার কথা হয়েছে। দলে কেউ যোগ দেবেন কি না তা তৃণমূল সুপ্রিমো ঠিক করবেন।” প্রবীণ সাংসদের এই মন্তব্যেই জল্পনা তুঙ্গে। তাহলে কি ফুল বদল করতে চলেছেন বাবুল সুপ্রিয়?
রবিবার, প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘বাবুলের সঙ্গে গতকাল আমার কথা হয়েছে। বিধানসভার নির্বাচনে ও হেরে গিয়েছে বলে মন্ত্রিসভা থেকে ওকে বসিয়ে দেওয়া হয়েছে। বাবুলের সঙ্গে যা হয়েছে তা অন্যায়। দলের ভেতরে দিলীপ ঘোষের সঙ্গে ওর সমস্যা ছিল। দল ওর সঙ্গে সুবিচার করেনি। ও তো রাজনীতির লোক নয়। আমরা যেমন জেতার মধ্যে দিয়ে রাজনীতি ধরে রাখি। ওর সেই স্ট্যামিনা নেই। তাই ও রাজনীতি ছেড়ে দিয়েছে। তবে আমি ওকে বলেছিলাম রাজনীতি না ছাড়তে। আমার মনে হচ্ছে না বাবুলকে আর ধরে রাখা যাবে’। পাশাপাশি তৃণমূল সাংসদ আরও বলেন, ‘কেউ দলে যোগ দেবেন কি না বা তাঁকে দলে নেওয়া হবে কি না তা তৃণমূল সুপ্রিমো ঠিক করবেন’। প্রবীণ সাংসদের এই মন্তব্যেই জোর জল্পনা রাজনৈতিক মহলে।
পাশাপাশি, বাবুলের ফেসবুক পোস্টেও জল্পনা ছড়িয়েছে। শনিবার বিকেলে রাজনীতি থেকে বিদায় জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন আসানসোলের সাংসদ। পোস্টে বাবুল এও লেখেন, এরপর সিপিএম তৃণমূল কোনওদলেই যোগ দিচ্ছেন না তিনি। কিন্তু, সন্ধের পর ধীরে ধীরে বদলে যায় পোস্টের ভাষা। দল ছাড়ার কথা ঘোষণা করলেও অন্য দলে যোগ না দেওয়ার বিষয়টি উড়ে যায় বাবুলের পোস্ট থেকে। যদিও, ঘনিষ্ঠ মহলে বাবুল জানিয়েছেন, অনিচ্ছাকৃতভাবে পোস্ট থেকে যোগদানের বিষয়টি উড়ে গিয়েছে। তিনি তাঁর গানের জগতেই ফিরে যেতে চান বলেও জানিয়েছেন বাবুল।