সবার প্রথমে পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবি তুলেছিলেন বিজেপি সাংসদ জন বার্লা। আর তারপর থেকেই বার্লার পাশে দাঁড়িয়ে ‘বঙ্গভঙ্গের’ পক্ষে সওয়াল করছেন একের পর এক বিজেপির বিধায়ক। এবার যেমন উত্তরবঙ্গ নিয়ে বিতর্কিত মন্তব্য এবার শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মণ। তিনি দাবি করেছেন, ‘দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত, লাঞ্ছিত, শোষিত। কোনও উন্নতিই এখানে হয়নি। এখানে এইমস নেই, ভাল কোনও শিক্ষাপ্রতিষ্ঠান নেই। উত্তরবঙ্গ নিয়ে এই দাবি মানুষের। আমরা মানুষের দাবিকে সমর্থন করি।’ অর্থাৎ উত্তরবঙ্গকে আলাদা রাজ্য ঘোষণা করার দাবিকেই সমর্থন করেছেন তিনি, মত ওয়াকিবহাল মহলের।
প্রসঙ্গত, উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে। এর আগে বার্লা বলেছিলেন, ‘উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসেবে দেখতে চাই। এই প্রসঙ্গে দিল্লীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আবেদন জানাব। সাধারণ মানুষ শান্তি চায়। কিন্তু প্রত্যেকেই আক্রান্ত হচ্ছেন। কোথায় যাবেন তাঁরা। সাংসদ তহবিলের কাজের জন্য দরজায় দরজায় আমাদের ঘুরতে হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছেন না।উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসেবে দেখতে চান সাধারণ মানুষ। আমি তাঁদের কথাই বলছি।’