মন্ত্রিত্ব যাওয়ার পর থেকেই দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তাঁর। সোশ্যাল মিডিয়া পোস্টেও বারবারই বেসুরো হতে দেখা গিয়েছে তাঁকে। অবশেষে শনিবার ফেসবুকে আচমকা বিস্ফোরক পোস্ট করে সরাসরি রাজনীতিকে বিদায় জানানোর কথা ঘোষণা করলেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। আর তারপরই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে, নেতৃত্বের ওপর গোঁসা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বাবুল।
প্রসঙ্গত, রাজনীতির ছাড়া নিয়ে শনিবারের বারবেলায় যে ফেসবুক পোস্ট করেছেন বাবুল, তা অভিমান প্রসূত। নিজের ঘনিষ্ঠমহলে তেমনই জানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। শুধু তাই নয়। হিতৈষীদের এমন ইঙ্গিতও দিয়েছেন যে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে মতান্তর এবং মনান্তরও তাঁর ওই সিদ্ধান্তের কারণ হয়ে থাকতে পারে। জানা গিয়েছে, তিনি সর্বপ্রথমে সাংসদপদ থেকে ইস্তফা দেবেন। তা-ও তিনি ঠিক করে ফেলেছেন।
গত বেশ কিছুদিন ধরেই বাবুল রাজনীতি ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছিলেন। কথা বলছিলেন পরিবার, পরিজন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে। বাবুলের ঘনিষ্ঠ সেই বৃত্তের দাবি, রাজ্য নেতৃত্বের একাংশের ওপর অভিমান এবং ক্ষোভ থেকেই বাবুল ওই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর সঙ্গে দিলীপ-শিবিরের সম্পর্ক কোনও দিনই ভাল ছিল না। আবেগপ্রবণ বাবুল মনে করেছেন, বারবার তাঁকে বিভিন্ন বিষয়ে দিলীপ-শিবিরের ক্ষোভের মুখে পড়তে হয়েছে। ‘অন্যায্য’ ভাবে তাঁকে বিভিন্ন সময়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে।