করোনার দ্বিতীয় ঢেউ এখন অনেকটাই স্তিমিত বাংলায়। তবে সংক্রমণ ঠেকাতে নবান্নের তরফে এখনও একগুচ্ছ বিধিনিষেধ জারি রয়েছে রাজ্যে। আগামী ১৫ অগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে তার সময়সীমা। রাতে চলছে কড়া নৈশ্য কার্ফুও। এর পাশাপাশি ১৫ অগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিনও বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজ্যে অনুষ্ঠিত হওয়া কুচকাওয়াজ নিয়ে বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যে বিধিনিষেধ লাগু রয়েছে তাই একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবারের রেড রোডের কুচকাওয়াজ নিয়ে।
জানা গিয়েছে, এ বছরের ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন কুচকাওয়াজ হবে মাত্র ৩০ মিনিটের। বজায় রাখা হবে দূরত্ব বিধি। এছাড়াও এবারের কুচকাওয়াজে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও প্রকল্পের ট্যাবলো রাখা হয়েছে। তবে করোনার জন্যই এবারের ট্যাবলো সংখ্যাও কমিয়ে দেওয়া হয়েছে। তবে ‘দুয়ারে রেশন’, ‘স্টুডেন্টস ক্রেডিট কার্ড’, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ এবং ‘কৃষকবন্ধু’ প্রকল্পের ট্যাবলো থাকবে বলে জানা গিয়েছে নবান্ন সূত্রে। তবে এখনই রেড রোডের কুচকাওয়াজ নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নবান্ন। কলকাতার পুলিশ কমিশনার ও রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠকে বসে সিদ্ধান্ত নেবেন মুখ্যসচিব।