জল্পনাই সত্যি হল। রাজনীতি ছাড়লেন বাবুল সুপ্রিয়। ফেসবুকে লিখলেন, ‘চললাম… আলবিদা…’।
রাজনীতি ছেড়ে গানের জগতে ফিরতে পারেন, এমন ইঙ্গিত আগেই দিয়েছিলেন বাবুল সুপ্রিয়। শনিবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় সেই ঘোষণা করে দিলেন। আপাতত রাজনীতি থেকে সন্ন্যাস অর্থাৎ বিজেপি ছাড়ার কথা জানিয়েছেন বাবুল। তবে অন্য কোনও দলে যে যোগ দেবেন না সে কথাও সোশ্যাল মিডিয়ায় লিখেছেন তিনি।
তবে রাজনীতি ছাড়লেও সমাজসেবার কাজ চালিয়ে যাবেন প্রাক্তন মন্ত্রী। ফেসবুক পোস্টে বাবুল লিখেছেন, ‘সমাজসেবার কাজ করতে হলে কোনও দলে থাকতে হয় না। পরিবারের সকলের সঙ্গে আলোচনা করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম’। পোস্টের সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের সেই বিখ্যাত গানের লিঙ্ক জুড়ে দিয়েছেন বাবুল, ‘এক গোছা রজনীগন্ধা হাতে নিয়ে বললাম, চললাম’।
বাংলায় একুশের নির্বাচনে বিজেপির হার এবং কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছাড়ার পর একাধিকবার রাজ্য নেতৃত্বের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন বাবুল। দলীয় নেতৃত্বের সঙ্গে তাঁর যে দূরত্ব তৈরি হচ্ছে সেটা তখনই বোঝা গিয়েছিল। এমনকী কেন্দ্রীয় মন্ত্রীত্ব ছাড়ার পর শীর্ষ নেতাদের বিরুদ্ধেও কিছুটা ক্ষোভ প্রকাশ করেছিলেন বাবুল। তারপরই ফেসবুকে দীর্ঘ পোস্টে গানের জগতে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। তখন থেকেই জল্পনা চলছিল। এবার সরাসরি রাজনীতি ছাড়ার ঘোষণা করলেন।
প্রসঙ্গত, ২০১৪, ২০১৯ পরপর দুবার আসানসোল থেকে বিরাট ব্যবধানে জিতে বিজেপি সাংসদ হন বাবুল সুপ্রিয়। দু’বারই প্রতিমন্ত্রীও হন। কিন্ত পূর্ণ মন্ত্রিত্ব পাওয়া হয়নি তাঁর। এবার তো মন্ত্রিত্বের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাঁকে সরিয়ে দেওয়া হয়। এরপর এদিন রাজনীতি ছাড়ার ঘোষণা করলেন বাবুল। তবে গোটা ঘটনাকে ‘নাটক’ আখ্যা দিয়েছে তৃণমূল। শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘রাজনীতি ছাড়তে চাইলে সাংসদ পদ ছেড়ে দিন। ফেসবুকে এই নাটক করার কী দরকার!