একুশের ভোটযুদ্ধে বিজেপিকে রুখে দিয়ে ফের বাংলায় ক্ষমতায় এসেছে তাঁর দল। তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে দিল্লী সফর করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সফর শেষে কলকাতায় ফেরার আগে বিরোধীদের একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। বলেছেন, ‘গণতন্ত্র বাঁচাও, দেশ বাঁচাও। গণতন্ত্রকে বাঁচাতে একজোট হতে হবে। দিল্লী সফর শেষে শুক্রবার কলকাতায় ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ-ও স্পষ্ট করে দিয়েছেন যে, সফর সফল হয়েছে। উন্নয়নের পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্রেও আলোচনা ফলপ্রসূ হয়েছে। তবে পাখির চোখ যে দিল্লী, সেটা ফের একবার স্পষ্ট করে দিয়ে মমতা জানান, দু’মাস অন্তরই এবার করে রাজধানীতে যাবেন তিনি। অন্যদিকে, দিল্লীতে সফরে এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক না হলেও তাঁর সঙ্গে ফোনে কথা হয়েছে, নিজেই জানান তৃণমূল নেত্রী।
দিল্লী বিমানবন্দরে যাওয়ার আগে শুক্রবার সংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, ‘সফর সফল। রাজনৈতিক এবং রাজ্যের উন্নয়ন, উভয় স্বার্থ নিয়ে আলোচনা হয়েছে। গণতন্ত্রকে বাঁচাতে হবে, এই বিশ্বাস নিয়েই এগোতে চাই। গণতন্ত্র বাঁচাও, দেশ বাঁচাও, এটাই আমাদের শ্লোগান। কৃষকদের ও শ্রমিকদের পক্ষে এবং বেকারত্বের ইস্যুতে আমাদের লড়াই চলবে। তবে আমি ঠিক করেছি দু’মাস অন্তর একবার করে আসব।’ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তাঁর কী আলোচনা হয়েছিল সেই প্রসঙ্গও এদিন ফের টেনে আনেন মমতা। বলেন, ‘আমি আগেই প্রধানমন্ত্রীকে বলে এসেছি যে তৃতীয় ঢেউয়ের বাড়িবাড়ি যাতে রোখা যায়, আর ভ্যাকসিন যেন ঠিকমতো পাওয়া যায়।’ শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক না হওয়া নিয়ে তৃণমূল নেত্রী জানান, ‘শরদ পাওয়ারের সঙ্গেও আমার কথা হয়েছে। উনি মুম্বই চলে গিয়েছিলেন। কিন্তু পরেরবার যখন আসব তখন দেখা হবে।’