পেগাসাস নিয়ে শাসক-বিরোধী টালবাহানা অব্যাহত। আজও উত্তপ্ত থাকল সংসদ। এই পরিস্থিতিতে এদিন পেগাসাস ইস্যুকে ‘গুরুত্বহীন’ আখ্যা দিলেন রাজ্যসভার নেতা প্রহ্লাদ যোশী। তিনি পেগাসাসকে তাচ্ছিল্য করে বলেন, “এটা কোনও ইস্যুই না।” পাশাপাশি তিনি জানান যে বিজনেস অ্যাডভাইসরি কমিটিতে যে বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছিল তা নিয়ে বিরোধীরা পরামর্শ দিলে তা স্বাগত।
মন্ত্রীর এই বক্তব্যকে প্রবল কটাক্ষ করেছেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ডেরেক ও’ব্রায়েন। তিনি অভিযোগ করেন ,কেন্দ্র পেগাসাস ইস্যুতে আলোচনা থেকে পালাচ্ছে। তিনি টুইটে লেখেন, “সংসদের কাজ কে ব্যাহত করছে? মোদী-শাহের সরকার। সরকার কেন সংসদের কাজ ব্যাহত করছে? বিরোধীরা পেগাসাস, দেশের সুরক্ষার মতো ইস্যুতে সংসদে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে গঠনমূলক আলোচনা চাইছে। তবে সরকার এই আলোচনা থেকে পালাচ্ছে।”