চলতি বাদল অধিবেশনে সরকার বিরোধিতায় সবচেয়ে বড় অস্ত্র ফোনে আড়ি পাতা কাণ্ড বা পেগাসাস ইস্যু। একে হাতিয়ার করেই অধিবেশেনের বাকি দিনগুলোয় সংসদে কেন্দ্রকে চাপে রাখার সিদ্ধান্ত নিয়েছে ১৮ বিরোধী দল। এবার তারই রণকৌশল স্থির করতে শুক্রবার ফের কংগ্রেসের নেতৃত্বে বৈঠকে বসলেন বিরোধী দলের সাংসদরা। সংসদের দুই কক্ষে কীভাবে সরকারকে কোণঠাসা করা হবে, সে নিয়ে আলোচনা করতেই এই বৈঠক।
নেতৃত্বে ছিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। সংসদ অধিবেশন চলাকালীন এই ধরনের বৈঠক নতুন কিছু নয়। তবে, এদিনের বৈঠকের বিশেষজ্ঞ হল, এই বৈঠকে উপস্থিত ছিল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লীতে পা রাখার পর গত বুধবারও এই একই ধরনের বৈঠক হয় সংসদে। যার নেতৃত্বে ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তবে লোকসভা ও রাজ্যসভার সংসদীয় দলনেতাদের সেই বৈঠকে অবশ্য তৃণমূলের কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না। কিন্তু শুক্রবারের বৈঠকে তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন সৌগত রায়। আসলে মমতা-সোনিয়া সাক্ষাৎ মিটতেই ফের সরকার বিরোধী বৈঠকে যোগ দিল তৃণমূল।