পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে দেশের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিকের ফোনে আড়ি পাতার অভিযোগ উঠেছে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে। যা নিয়ে উত্তাল গোটা দেশ। চলতি বাদল অধিবেশনেও এ নিয়ে সংসদের ভিতরে-বাইরে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে বিরোধীরা। এবার ফোনে আড়ি পাতা কাণ্ডে অবসরপ্রাপ্ত বা কর্মরত বিচারপতির নজরদারিতে তদন্তের দাবি জানিয়েছেন দুই সাংবাদিক।
এই দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। আগামী সপ্তাহে তাঁদের আবেদন শুনতে পারে শীর্ষ আদালত। শুক্রবার এমনটাই জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা। ফোনে আড়ি পাতা ইস্যুতে আদালতের দ্বারস্থ হন সাংবাদিক এন রাম এবং শশী কুমার। দাবি ছিল, বিচারপতির নেতৃত্বে পেগাসাস কাণ্ডের তদন্ত হোক। এদিন তাঁদের আর্জি গ্রহণ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি জানান, ‘আমরা এটি (মামলাটি) আগামী সপ্তাহে শুনতে পারি। তবে নির্ভর করবে কতটা কাজের চাপ থাকছে।’