লক্ষ্য তেইশের ত্রিপুরা বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করেছে তৃণমূল নেতৃত্ব। ২০২৪-এর লোকসভা ভোটের ঠিক এক বছর আগে ত্রিপুরার বিধানসভা ভোটে বিজেপিকে উৎখাত করে বাজিমাত করতে চায় ঘাসফুল শিবির।
মূলত এ কারণেই দলনেত্রী মমতা বন্দোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে নেতৃত্বে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আইন মন্ত্রী মলয় ঘটক এবং রাজ্যের আই.এন.টি.টি.ইউ.সি-এর সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বুধবার ত্রিপুরা পৌঁছেছেন। সেখানে গিয়ে তাঁরা দলীয় নেতৃত্বের সঙ্গে যেমন কথা বলছেন। বৈঠক করেছেন। একইভাবে বিজেপি পরিচালিত সরকারের বিরুদ্ধে একের পর তোপ দাগছেন। আগামীকাল, শুক্রবার একাধিক কর্মসূচী নিয়ে আগরতলা যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এর মধ্যেই আজ ত্রিপুরার মাতাবাড়ি অঞ্চলে, দেবী ত্রিপুরেশ্বরী নামে পরিচিত, সেই ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিয়ে বাংলার মা-মাটি-মানুষের মঙ্গলের জন্য প্রার্থনা করলেন বাংলা থেকে যাওয়া তৃণমূলের প্রতিনিধিরা। সঙ্গে ছিলেন স্থানীয় নেতারা।