হেস্টিংসের বিজেপি কার্যালয়ে দলের সাংগঠনিক বৈঠকে তুমুল উত্তেজনা, হাতাহাতির পর বৈঠক থেকে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন গেরুয়া শিবিরের যুবনেতা রাজু সরকার। শেষপর্যন্ত হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মৃত্যু হয় তাঁর। এবার সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ৫ জনের বয়ান রেকর্ড করলেন তদন্তকারী আধিকারিকরা।
সঙ্গে গত সোমবার সন্ধ্যায় ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। জানানো হয়েছে, প্রয়োজনে প্রয়াত বিজেপি নেতার পরিবারের সঙ্গে কথা বলবেন তদন্তকারীরা। বুধবার হেস্টিংসে বিজেপির কার্যালয়ে যান হেস্টিংস থানার আইসি ও তদন্তকারী আধিকারিকরা। সেখানে সেই সময় ভবনে উপস্থিত কর্মীদের সঙ্গে কথা বলেন তাঁরা। জিজ্ঞাসাবাদ করা হয় ভবনের প্রশাসনিক আধিকারিককে।