পেগাসাস ইস্যু নিয়ে সংসদে আলোচনা করতে চাইছে না সরকার। সংসদে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে। কিন্তু সরকারকে জানাতেই হবে, যে অস্ত্র দেশদ্রোহী ও জঙ্গীদের বিরুদ্ধে ব্যবহার করা হয়, তা গণতান্ত্রিক কাঠামোর উপরে প্রয়োগ করা হল কেন? কেন প্রধানমন্ত্রী এভাবে ফোনের মধ্যে ‘অস্ত্র’ ঢুকিয়ে দিলেন? বুধবার দুপুরে বিরোধীদের বৈঠকের পরে এভাবেই নিজের ক্ষোভ উগরে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
সংসদের চলতি বাদল অধিবেশনে অব্যাহত পেগাসাস বিতর্ক। বুধবার বিরোধী দলগুলিকে নিয়ে বৈঠক শেষে রাহুল বলেন, ‘আমাদের বলা হয়েছে সংসদে পেগাসাস নিয়ে কোনও আলোচনা হবে না। কিন্তু কেন এই নিয়ে আলোচনা করতে দেওয়া হবে না? সংসদে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে। বলা হচ্ছে আমরা সংসদ চালাতে দিচ্ছি না। কথাটা সত্যি নয়। আমরা আমাদের দায়িত্বই পালন করছি। এই যে অস্ত্র তা দেশদ্রোহী, জঙ্গীদের বিরুদ্ধে প্রয়োগ করা উচিত ছিল। আমি অমিত শাহ, নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করতে চাইছি তাঁরা গণতন্ত্রের বিরুদ্ধে এই অস্ত্রকে ব্যবহার করলেন কেন?’
রাহুল বলেন, ‘আমরা কেবল জানতে চাই সরকার পেগাসাস কিনেছিল কিনা। ‘হ্যাঁ’ কিংবা ‘না’-এ উত্তর দিক সরকার। যদি উত্তর ‘হ্যাঁ’ হয়, তাহলে এটা জানাক কাদের কাদের উপরে তা প্রয়োগ করা হয়েছে।’ অভিযোগ উঠেছে, পেগাসাস নিয়েই বিরোধীদের লাগাতার বিরোধিতায় সংসদের অন্যান্য কাজকর্ম ব্যাহত হচ্ছে। রাহুলের সাফ কথা, ‘যদি আমরা এখন পেগাসাস নিয়ে আলোচনা স্থগিত রেখে অন্য বিষয় নিয়ে আলোচনা করি, তাহলে পেগাসাস নিয়ে আলোচনা আর হবেই না। কিন্তু এভাবে গণতন্ত্রের ওপরে আঘাত হানার পরে এই নিয়ে আলোচনা জরুরি হয়ে পড়েছে।’