বেশ কিছুদিন খেলার থেকে দূরে ছিলেন সিন্ধু। এছাড়াও অনান্য কিছু সমস্যা তৈরি হয়েছিল৷ কিন্তু টোকিও অলিম্পিক্সের প্রথম রাউন্ডে ইজরায়েলের পলিকারপভা সেনীয়াকের বিরুদ্ধে ছন্দে ভারতের তারকা শাটলার পিভি সিন্ধু। জয়ের ধারা বজায় রাখলেন। টোকিও অলিম্পিক্সের গ্রুপ পর্বের প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও স্ট্রেট গেমে জিতলেন তিনি৷ হংকংয়ের এনওয়াই চেয়ুঙ্গকে হারালেন ২১-৯, ২১-১৬ তে৷
প্রথম গেমে হংকংয়ের প্রতিপক্ষ একেবারে দাঁড়াতেই পারেননি৷ দ্বিতীয় গেমে সিন্ধুর বিরুদ্ধে কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও নিজের সেরাটা দিয়ে ফের একবার গেম বার করে নেন ভারতের তারকা শাটলার৷ এদিনের জয়ের ফলে নিজের গ্রুপ থেকে সেরা হয়ে শেষ ১৬-র টিকিট পেলেন তিনি৷ তাঁর প্রতিপক্ষ হবেন জাপানের আকানে ইয়ামাগুচি৷
১২ মিনিটে প্রথম গেম ২১-৭ জিতে নেন সিন্ধু, ৫-৫ থেকে গেম নিজের দখলে নিতে এক মুহূর্ত সময় নষ্ট করেননি সিন্ধু৷ দ্বিতীয় গেম জেতেন ২১-১০৷ মাত্র ২১ মিনিটে জিতে নেন ৷ ইজরায়েলের পলিকারপভা সেনীয়া তালিকায় সিন্ধুর থেকে অনেকটা পিছিয়ে। কিন্তু প্রতিপক্ষকে হালকা করে দেখছিলেন না ভারতের ব্যাডমিন্টন সেন্সেশন।
ইজরায়েলের এই প্রতিপক্ষ প্রথম ইজরায়েলি মেয়ে যিনি অলিম্পিক্সে দেশের হয়ে ব্যাডমিন্টন খেলছেন৷ তবে প্রথমে একটু ঝাঁঝ দেখালেও সিন্ধু খাপ খুলতেই আবেগের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে আনফোর্ডস এরর শুরু করেন৷ লড়াইয়ে নামার আগে সিন্ধু মোটিভেশন খুঁজেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর থেকে।
বিগত কয়েক মাস নতুন কোচের কাছে শিখেছেন, প্রতিপক্ষের মানসিকতা বুঝতে গেলে কী করতে হবে। ম্যাচ চলাকালীন নিজের কাউন্টার প্ল্যান তৈরি করতে হবে। সবমিলিয়ে শুধু প্রতিভা নয়, টেকনিক্যাল দিক থেকেও এবার অনেক পরিণত সিন্ধুকে দেখা যাবে বলেই ধরে নেওয়া যায়।