দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিষয় নিয়ে পঞ্চায়েত সদস্যদের সঙ্গে গ্রাম পঞ্চায়েত প্রধানের বিতণ্ডা চলছিল। সরকারি বিভিন্ন প্রকল্পের কাজের ব্যাপারে পঞ্চায়েত সদস্যদের না জানিয়ে নিজের ইচ্ছেখুশি মতো কাজ করতেন প্রধান। এছাড়া নিজের পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। এ নিয়ে প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনতেই এবার পঞ্চায়েত হাতছাড়া হওয়ার পথে বিজেপির!
প্রসঙ্গত, জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা ১০ জন। এর মধ্যে বিজেপির ৭, তৃণমূল, সিপিএম এবং ফরওয়ার্ড ব্লকের একজন করে সদস্য ছিলেন। তবে জলপাইগুড়ি সদর ব্লকের বিডিও-র কাছে প্রধানকে সরিয়ে আস্থাভোট করার দাবি জানিয়েছেন গ্রাম পঞ্চায়েতের সদস্যদের একাংশ। আর তারপর মঙ্গলবার সিপিএমের এক পঞ্চায়েত সদস্য-সহ বিজেপির ৪ সদস্যই প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিডিও-র কাছে জমা দেন। বিডিও তা গ্রহণ করে বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এঁরা প্রত্যেকেই তৃণমূলের দিকে ঝুঁকে। ফলে তৃণমূলের দখলেই এবার আসতে পারে এই গ্রাম পঞ্চায়েত।