এবার যোগী রাজ্যে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা! সেখানে রাস্তার ধারে ঘুমিয়ে থাকা অন্তত ১৮ জন পিষে মারা গেলেন ট্রাক ও ডবলডেকার বাসের মধ্যে সংঘর্ষের জেরে। বৃহস্পতিবার গভীর রাতে বরাবাঁকি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গিয়েছে, বিহারের একদল পরিযায়ী শ্রমিক হরিয়ানা থেকে ফিরছিলেন বাসে করে। গত রাতে হঠাৎ তাঁদের বাস বিকল হয়ে যাওয়ায়, বাস থেকে নেমে পথের ধারে রাত কাটান তাঁরা। সেখানেই, বাসটির সামনে শুয়ে ঘুমিয়ে পড়েছিলেন অনেকে। মাঝরাতে আচমকা একটি ট্রাক এসে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা বাসটির পেছনে। তাতেই এই বিপত্তি।